হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ২ চালক নিহত, আহত ৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। আজ শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত বাসচালকের নাম মো. শহিদ আলী। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ড ভ্যানের চালক ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ড ভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হন আরও ছয় যাত্রী। তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিনসহ পুলিশ সদস্যরা। পরে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, ‘এ দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার