হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটে অভিযান চালিয়ে নকশাবহির্ভূত ৩২টি দোকান উচ্ছেদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। 

জানা গেছে, নিউমার্কেটের (উত্তর) ডি ব্লকের ভেতরে হাঁটার রাস্তা, করিডর এবং খালি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডি ব্লক দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান ও সাধারণ সম্পাদক আবু নাসের উপস্থিত ছিলেন। 

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে নকশাবহির্ভূত এই দোকানগুলো মার্কেটে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অস্বস্তির কারণ হয়ে পড়েছিল। এ ছাড়া আলো-বাতাস, ভেন্টিলেশনের ব্যবস্থাও এসব অবৈধ দোকানের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল। এ জন্য আমরা এগুলো উচ্ছেদ করেছি।’ 

অবৈধ দখলদারদের কোনো প্রকার জরিমানা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমরা দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি, তাই আলাদা করে আর জরিমানা করা হয়নি।’ 

দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের মার্কেটে অবৈধভাবে একটা চক্র এ দোকানগুলো বসিয়ে চাঁদাবাজি করে যাচ্ছিল। এখন এগুলো উচ্ছেদ হওয়ায় আমরা ব্যবসায়ীরা খুশি।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন