হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটে অভিযান চালিয়ে নকশাবহির্ভূত ৩২টি দোকান উচ্ছেদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। 

জানা গেছে, নিউমার্কেটের (উত্তর) ডি ব্লকের ভেতরে হাঁটার রাস্তা, করিডর এবং খালি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডি ব্লক দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান ও সাধারণ সম্পাদক আবু নাসের উপস্থিত ছিলেন। 

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে নকশাবহির্ভূত এই দোকানগুলো মার্কেটে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অস্বস্তির কারণ হয়ে পড়েছিল। এ ছাড়া আলো-বাতাস, ভেন্টিলেশনের ব্যবস্থাও এসব অবৈধ দোকানের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল। এ জন্য আমরা এগুলো উচ্ছেদ করেছি।’ 

অবৈধ দখলদারদের কোনো প্রকার জরিমানা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমরা দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি, তাই আলাদা করে আর জরিমানা করা হয়নি।’ 

দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের মার্কেটে অবৈধভাবে একটা চক্র এ দোকানগুলো বসিয়ে চাঁদাবাজি করে যাচ্ছিল। এখন এগুলো উচ্ছেদ হওয়ায় আমরা ব্যবসায়ীরা খুশি।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু