হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটে অভিযান চালিয়ে নকশাবহির্ভূত ৩২টি দোকান উচ্ছেদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। 

জানা গেছে, নিউমার্কেটের (উত্তর) ডি ব্লকের ভেতরে হাঁটার রাস্তা, করিডর এবং খালি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডি ব্লক দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান ও সাধারণ সম্পাদক আবু নাসের উপস্থিত ছিলেন। 

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে নকশাবহির্ভূত এই দোকানগুলো মার্কেটে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অস্বস্তির কারণ হয়ে পড়েছিল। এ ছাড়া আলো-বাতাস, ভেন্টিলেশনের ব্যবস্থাও এসব অবৈধ দোকানের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল। এ জন্য আমরা এগুলো উচ্ছেদ করেছি।’ 

অবৈধ দখলদারদের কোনো প্রকার জরিমানা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমরা দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি, তাই আলাদা করে আর জরিমানা করা হয়নি।’ 

দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের মার্কেটে অবৈধভাবে একটা চক্র এ দোকানগুলো বসিয়ে চাঁদাবাজি করে যাচ্ছিল। এখন এগুলো উচ্ছেদ হওয়ায় আমরা ব্যবসায়ীরা খুশি।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট