হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে হলি ফ্যামিলির শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিন্টো রোডের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সালাউদ্দিন চৌধুরী। পরে বেলা পৌনে দুইটার দিকে ওই অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার সন্ধ্যায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দৌলিতুজ্জামান আজকের পত্রিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। 

ড. দৌলিতুজ্জামান বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শেষ বর্ষের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হুমকি প্রদানের অভিযোগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নসংক্রান্ত গঠিত কমিটিতে তদন্তাধীন রয়েছে। চাকরিবিধি অনুযায়ী এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

সাময়িক বরখাস্তের পরিপ্রেক্ষিতে চাকরিবিধি অনুযায়ী পরবর্তী সময়ে অন্যান্য কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অধ্যাপক দৌলিতুজ্জামান। 

এর আগে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক  সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। পরে বেলা আড়াইটার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

খন্দকার আল মঈন বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই ছাত্রী মামলাও করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব চিকিৎসককে গ্রেপ্তার করে।

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার