হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে হলি ফ্যামিলির শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিন্টো রোডের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সালাউদ্দিন চৌধুরী। পরে বেলা পৌনে দুইটার দিকে ওই অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার সন্ধ্যায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দৌলিতুজ্জামান আজকের পত্রিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। 

ড. দৌলিতুজ্জামান বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শেষ বর্ষের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হুমকি প্রদানের অভিযোগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নসংক্রান্ত গঠিত কমিটিতে তদন্তাধীন রয়েছে। চাকরিবিধি অনুযায়ী এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

সাময়িক বরখাস্তের পরিপ্রেক্ষিতে চাকরিবিধি অনুযায়ী পরবর্তী সময়ে অন্যান্য কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অধ্যাপক দৌলিতুজ্জামান। 

এর আগে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক  সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। পরে বেলা আড়াইটার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

খন্দকার আল মঈন বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই ছাত্রী মামলাও করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব চিকিৎসককে গ্রেপ্তার করে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন