হোম > সারা দেশ > ঢাকা

রাজধানী মহিষের গুঁতায় নারী নিহত

ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় সাথী আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তাঁর স্বামী মো. রনি (৩০)।

আহত নাদিরার ভাই মো. নাহিদ জানান, সন্ধ্যার দিকে একটি মহিষ ছুটে এসে তাঁদের আমবাগানের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় নারী-পুরুষসহ কয়েকজনকে গুঁতা মেরে দৌড়ে চলে যায়। এতে তাঁর বোন নাদিরা, তাঁর স্বামী রনিসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন সাথী আক্তার নামের এক নারী। তাঁকে দ্রুত ঢাকা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

মহিষটি মগবাজার পাগলামাজার এলাকা থেকে ছুটে এসেছে বলে জানান আনোয়ার হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি।

হাতিরঝিল থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘জানতে পেরেছি মগবাজার আমবাগান এলাকায় মহিষের গুঁতায় একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক