ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খসরু চৌধুরীর ছোট ভাই রফিকুল ইসলাম অশ্রুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, রফিকুল ইসলাম অশ্রুকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাঁকে ধরা হয়েছে, তা পরে জানানো হবে।
জানা যায়, জুলাই আন্দোলনে রফিকুল ইসলাম অশ্রু উত্তরায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সরাসরি ছাত্র জনতার ওপর গুলি চালায়। আন্দোলনে উত্তরায় ছাত্র জনতার অনেকের মৃত্যু হয়। গ্রেপ্তার অশ্রু মীর মুগ্ধ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণখান থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।