হোম > সারা দেশ > মাদারীপুর

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৪ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামি পক্ষের লোকের হামলায় আহত হয়েছেন পলাশ কুমার দাস নামের এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আজ সোমবার সকালে ৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় গতকাল রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এ সময় আসামি লাট্টু ব্যাপারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। তিনি জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু ব্যাপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তাঁর ফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হামলার সময় আসামি পক্ষের অনেক লোক ছিল। আমরা ৪ জনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদের আটক করতে পারিনি। তাদের ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু