হোম > সারা দেশ > ঢাকা

মানুষ তাকিয়ে দেখেছে, আগুন নেভানোর চেষ্টা করেনি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন। এ ঘটনায় এখনো পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগুন লাগার পর অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখেছে। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেনি।’ 

আতিক আরও বলেন, ‘একজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন। যে চারজন লাফিয়ে পরেছিলেন তাঁদের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিস ২২ জনকে উদ্ধার করেছে। তাঁদেরও চিকিৎসা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। এখন ১২ তলা থেকে ৭ তলা পর্যন্ত ফায়ার সার্ভিস ডাম্পিং করছে। কেউ আহত বা নিহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রথম দফার তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি।’ 

ডিএনসিসি মেয়র বলেন, ‘অনেকে আটকা পরে আমাকে ফোন দিয়েছিলেন। আমি প্রথম থেকে বলেছি, কেউ লাফ দেবেন না। বাসিন্দারা আমার কথা শুনেছেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়েন। তাঁরা গুরুতর আহত হয়েছেন। তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কেউ আটকা পরা নেই। আমরা তারপরও ভেতরে তল্লাশি করে দেখছি।’ 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক