হোম > সারা দেশ > ঢাকা

মেরাদিয়া হাটে পুলিশের অভিযান, অস্থায়ী দোকান উচ্ছেদ

প্রতিনিধি, ঢাকা

দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাটে অভিযান চালিয়ে সব স্থায়ী দোকান উচ্ছেদ করেছে পুলিশ। রাত ৮টা থেকে খিলগাঁও থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। রাত ১২টা পর্যন্ত দোকানিদের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায় কাঁচাবাজার, মুরগি, মাছ ও মাংসের অস্থায়ী দোকানিরা তাঁদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কেউ কাঁধে করে, কেউ ভ্যানে করে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। 

রাতে দোকান সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা হ‌ুমায়ূন কবির বলেন, পুলিশ উঠে যেতে বলেছে। তাই মালপত্র সরিয়ে নিচ্ছি। আপাতত সরাই, যারা বাজার চালায় তাঁরা কিছু একটা ব্যবস্থা করবেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাংস বিক্রেতা বলেন, 'বারিডা সব সময় গরিবের মাথার ওপরেই পড়ে, বুঝলেন? দোকান বন্ধ কইরা বাসায় গেছিলাম। ফোন পাইয়া আইছি, দোকান ভাংতেছি। জায়গামতো পানি পড়লেই আগুন নিভা যাইবো। দু-এক দিন পরেই দেখবেন আবার চালু হয়ে গেছে।' 

জানতে চাইলে সাব ইন্সপেক্টর মো. রহমত জানান, রাত ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে আর হাট বসবে না। সাপ্তাহিক হাটও বন্ধ থাকবে। এ অভিযানে ইন্সপেক্টর (অপারেশন) আব্দুর রব বাহাদুর, হোন্ডা মোবাইলের এ এস আই এনায়েতসহ খিলগাঁও থানা-পুলিশের সদস্যরা অংশ নেন। 

প্রসঙ্গত, ব্রিটিশ আমল থেকে দক্ষিণ বনশ্রীতে অবস্থিত মেরাদিয়া হাট বসছে। পরে হাটের জায়গাটি সিটি করপোরেশন নিয়ে নিলে দেড় বছর ধরে রাস্তার দুই পাশে অস্থায়ী দোকান বসছে। এ এলাকার কয়েক হাজার লোক প্রতিদিন এই বাজারে কেনাকাটা করেন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট