হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় এক পুলিশ সদস্য নিহত, আহত ১

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ফরহাদ হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ হোসেন নামে আরও এক পুলিশ সদস্য। নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা–পুলিশ। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহ মহাসড়কে আশুলিয়া নরসিংহপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফরহাদ হোসেন ঢাকার উত্তরার ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। আহত ইউসুফ হোসেনেও একই ব্যাটালিয়নে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। 

আশুলিয়া থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, উত্তরা থেকে দুই পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে বাইপাইলের দিকে আসার পথে নরসিংহপুরে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ফরহাদ হোসেন নামে পুলিশ সদস্য ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক চালক ও কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। 

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন