হোম > সারা দেশ > ঢাকা

পোস্তগোলায় কাভার্ড ভ্যানের চাপায় যুবকের মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পোস্তগোলায় ব্রিজের ঢালে কাভার্ড ভ্যানেরচাপায় মোটরসাইকেল আরোহী সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু শাওলিন (২৬)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে ফরহাদকে মৃত ঘোষণা করেন।

ফরহাদের বন্ধু তানভির মৃধা জানান, শনিবার ইফতারের পর তাঁরা ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে মাওয়া ঘাটে যান। সেখান থেকে বাসায় ফিরছিলেন তাঁরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফরহাদ। আর তাঁর পেছনে বসা ছিলেন শাওলিন। পথে পোস্তগোলা ব্রিজের ইকুরিয়া ঢালে একটি কাভার্ড ভ্যানের পাশ কাটিয়ে যাওয়ার সময় রেলিংয়ের সঙ্গে বাড়ি খেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন ওই কাভার্ড ভ্যানের নিচেই পিষ্ট হন ফরহাদ। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ফরহাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শাওলিনের আঘাত গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃতের বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন। বর্তমানে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে ফরহাদ ছিলেন তৃতীয়। পেশায় কিছুই করতেন না ফরহাদ।

 ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা ব্রিজের ইকুরিয়ার ঢালে দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে ফরহাদ নামের এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি