হোম > সারা দেশ > ঢাকা

পোস্তগোলায় কাভার্ড ভ্যানের চাপায় যুবকের মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পোস্তগোলায় ব্রিজের ঢালে কাভার্ড ভ্যানেরচাপায় মোটরসাইকেল আরোহী সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু শাওলিন (২৬)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে ফরহাদকে মৃত ঘোষণা করেন।

ফরহাদের বন্ধু তানভির মৃধা জানান, শনিবার ইফতারের পর তাঁরা ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে মাওয়া ঘাটে যান। সেখান থেকে বাসায় ফিরছিলেন তাঁরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফরহাদ। আর তাঁর পেছনে বসা ছিলেন শাওলিন। পথে পোস্তগোলা ব্রিজের ইকুরিয়া ঢালে একটি কাভার্ড ভ্যানের পাশ কাটিয়ে যাওয়ার সময় রেলিংয়ের সঙ্গে বাড়ি খেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন ওই কাভার্ড ভ্যানের নিচেই পিষ্ট হন ফরহাদ। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ফরহাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শাওলিনের আঘাত গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃতের বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন। বর্তমানে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে ফরহাদ ছিলেন তৃতীয়। পেশায় কিছুই করতেন না ফরহাদ।

 ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা ব্রিজের ইকুরিয়ার ঢালে দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে ফরহাদ নামের এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ