রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রেডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সি এম মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘মহাখালী থেকে বিমানবন্দরগামী একটি প্রাইভেটকার হোটেল রেডিসন ব্লুর সামনে পৌঁছা মাত্রই সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। পরে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’
মারুফ আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাইভেটকারটি পুড়ে গেছে। গাড়িটির মালিক মিজানুর রহমান।’
অগ্নিকাণ্ডের কারণে প্রসঙ্গে জানতে চাইলে মারুফ বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’