মাদারীপুর সদর উপজেলায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত হননি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. নুরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর হাসপাতালে সাতজনের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তবে তাঁদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন।
এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে পরীক্ষা করতে এলে সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তবে তিনি সুস্থ আছেন এবং বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন।
নুরুল ইসলাম বলেন, চলতি বছর মাদারীপুরে করোনা শনাক্ত এই রোগীই প্রথম। তবে এরপর শুক্র, শনি, রবি ও সোমবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হননি।