হোম > সারা দেশ > ঢাকা

সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ইসমামুল হক নামের একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এই নির্দেশ দেন। 

সকাল ৮টার দিকে মামুনকে আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাঁকে শাহবাগ থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন দপ্তরের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। বেলা সাড়ে ১১টার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। 

ইসমামুল হককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৬ জনের নাম উল্লেখ করে, আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ গ্রেপ্তার দেখিয়ে মামুনকে রিমান্ডে দেওয়া হয়। 

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণ করার ইচ্ছা ব্যক্ত করলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ পর্যন্ত তাঁকে ১৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব