ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’