হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আরও ২ জনের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসার গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। এই ভয়াবহ দুর্ঘটনায় সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলী আহমেদ (৬৫)। তাঁর আগে মারা যান সাহেরা বেগম (২৪) ও সোনাউদ্দিন (৪৫)।

গতকাল বুধবার রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আলী আহমেদ (৬৫)। তাঁর আগে বুধবার রাত ৮টায় মারা যান সাহেরা বেগম (২৪)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. তরিকুল ইসলাম জানান, আলী আহমেদের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর স্ত্রী হাসুন বানু এবং ছেলে ওমর ফারুক শরীরের ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে গত সোমবার সন্ধ্যায় ৯০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান তাঁর ভাই সোনাউদ্দিন (৪৫)।

গত শুক্রবার রাত ১২টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন হাসুন বানু (৫৫), তাঁর স্বামী আলী আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), মেয়ে সাহারা বেগম (২৪) ও ভাই সোনাউদ্দিন (৪৫)।

হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম জানান, তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার জলভূমি গ্রামে। রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তাঁরা। হাসুন বানু গৃহিণী, তাঁর স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুঁটকির ব্যবসা করেন। এ ছাড়া মেয়ে সাহেরা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

নূরে আলম আরও জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাস থাকে না। সে জন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে সপ্তাহ দুয়েক আগে একটি যন্ত্র লাগানো হয়েছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন ওই গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ ঘটে বলে তাঁদের ধারণা। ভাগ্যক্রমে হাসুন বানুর বড় ছেলে গার্মেন্টস কর্মী ফরমুজ (২২) সে সময় বাসায় না থাকায় আগুনের হাত থেকে বেঁচে যান।

ঘটনার পরপরই প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু