হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আরও ২ জনের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসার গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। এই ভয়াবহ দুর্ঘটনায় সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলী আহমেদ (৬৫)। তাঁর আগে মারা যান সাহেরা বেগম (২৪) ও সোনাউদ্দিন (৪৫)।

গতকাল বুধবার রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আলী আহমেদ (৬৫)। তাঁর আগে বুধবার রাত ৮টায় মারা যান সাহেরা বেগম (২৪)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. তরিকুল ইসলাম জানান, আলী আহমেদের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর স্ত্রী হাসুন বানু এবং ছেলে ওমর ফারুক শরীরের ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে গত সোমবার সন্ধ্যায় ৯০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান তাঁর ভাই সোনাউদ্দিন (৪৫)।

গত শুক্রবার রাত ১২টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন হাসুন বানু (৫৫), তাঁর স্বামী আলী আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), মেয়ে সাহারা বেগম (২৪) ও ভাই সোনাউদ্দিন (৪৫)।

হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম জানান, তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার জলভূমি গ্রামে। রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন তাঁরা। হাসুন বানু গৃহিণী, তাঁর স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুঁটকির ব্যবসা করেন। এ ছাড়া মেয়ে সাহেরা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

নূরে আলম আরও জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাস থাকে না। সে জন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে সপ্তাহ দুয়েক আগে একটি যন্ত্র লাগানো হয়েছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন ওই গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ ঘটে বলে তাঁদের ধারণা। ভাগ্যক্রমে হাসুন বানুর বড় ছেলে গার্মেন্টস কর্মী ফরমুজ (২২) সে সময় বাসায় না থাকায় আগুনের হাত থেকে বেঁচে যান।

ঘটনার পরপরই প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন