হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে হারবাল ব্যবসা, ভিয়েতনামের নাগরিকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে। 

আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়। 

ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত। 

ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র। 

তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩