হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওর উপজেলায় আ.লীগের ১০ ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ঘিওর উপজেলায় ১০ জনকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 
 
ঘিওর উপজেলার বহিষ্কৃত ব্যক্তিরা হলেন ঘিওর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুন্নু দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ লতা, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শরিফ মৃধা। অন্যদিকে নালী ইউনিয়নের ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, নালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলশাদ খান দেলোয়ার। এ ছাড়া সিংজুরী ইউনিয়নে উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ এবং বানিয়াজুড়ি ইউনিয়নে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সহসভাপতি মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়। 

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ব্যক্তিরা ঘিওর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে, যা আজ থেকে থেকে কার্যকর হবে। 

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর