হোম > সারা দেশ > ঢাকা

৫০০ গাড়ির স্মার্ট পার্কিং হচ্ছে ডিএনসিসিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং ঠেকাতে ৫০০টি গাড়ির স্মার্ট পার্কিং চালুর উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ’ অভিজ্ঞতা বিনিময় সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আতিকুল ইসলাম বলেন, ‘যেখানেই পার্কিং ব্যবস্থা দেওয়া হচ্ছে সেখানেই শুরু হয়ে যাচ্ছে মাস্তানি। বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়কে কোনো পার্কিং ইজারাদার নেই। ইজারাদারদের সিস্টেমে আনতে স্মার্ট পার্কিং ব্যবস্থা আগামী মাস থেকে চালু হচ্ছে। ঢাকা শহরে প্রথম পর্যায়ে ৫০০ স্মার্ট কার পার্কিং শুরু করতে যাচ্ছি।’ 

ডিএনসিসির মেয়র বলেন, ‘প্রথম অবস্থায় গুলশান-বনানীতে ৫০০ স্মার্ট কার পার্কিং চালু করছি। পাইলট প্রজেক্ট হিসেবে এটা চালু হবে। এই প্রজেক্ট সফল হলে, পর্যায়ক্রমে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের অন্যান্য স্থানেও এই পার্কিং ব্যবস্থা কার্যকর করা হবে।’ 

ইজারা দেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এই ধারণা এসেছে ইজারা থেকেই। সনাতন পদ্ধতিতে ইজারা দেওয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে ইজারা দেওয়া হবে। বিদেশে যেমন এক ঘণ্টা পার্কিং করলে একটা পরিমাণের টাকা দিতে হয়। সেই নিয়মেই দিতে হবে। কোন কিছুই ফ্রি নয়। পার্কিংয়ের জায়গা নেই বলেই সমস্যা হচ্ছে।’ 

ডিএনসিসিতে কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেওয়া হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া ছিল। কিন্তু এখন প্রায় দশ লাখের বেশি রিকশা চলছে। এগুলো কোনো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডেটাবেইস নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত ২ লাখ রিকশা নিবন্ধন দেব। কিউআর স্ক্যান করলেই বোঝা যাবে এই রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়। অর্থাৎ যাবতীয় তথ্য পাওয়া যাবে এই কিউআর কোডের মাধ্যমে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর খোরশেদ আলম, শাহ জিয়াউল হকসহ ডিএনসিসির কাউন্সিলর এবং কর্মকর্তারা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন