হোম > সারা দেশ > ঢাকা

কবর দেওয়ার ফি বাড়ালো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত কবরের ওপর পুনরায় কবর দেওয়ার জন্য ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সিটি করপোরেশন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তর সিটির বনানী কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪ তম সভার সিদ্ধান্ত অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। ডিএনসিসির তথ্য বলছে, আগে সব কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা।

বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো—বনানী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সবশেষ ২০২০ সালে কবরস্থান ও শশ্মানঘাটের নীতিমালা সংশোধন করে ফি বাড়িয়েছিল। কবরস্থানের নিবন্ধন ফি ২০০ এবং শ্মশানঘাটের নিবন্ধন ১০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া তখন কবর সংরক্ষণ ফিও কয়েক গুণ বাড়িয়েছিল সংস্থাটি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট