নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত কবরের ওপর পুনরায় কবর দেওয়ার জন্য ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সিটি করপোরেশন।
অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তর সিটির বনানী কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪ তম সভার সিদ্ধান্ত অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। ডিএনসিসির তথ্য বলছে, আগে সব কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা।
বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো—বনানী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সবশেষ ২০২০ সালে কবরস্থান ও শশ্মানঘাটের নীতিমালা সংশোধন করে ফি বাড়িয়েছিল। কবরস্থানের নিবন্ধন ফি ২০০ এবং শ্মশানঘাটের নিবন্ধন ১০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া তখন কবর সংরক্ষণ ফিও কয়েক গুণ বাড়িয়েছিল সংস্থাটি।