হোম > সারা দেশ > ঢাকা

জুরাইনে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর জুরাইনে বিদ্যুতায়িত হয়ে লতিবুর রহমান লিসান (১৮) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। তিনি জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়তেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামপুরের জুরাইনের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার বোর্ডিং সুপার মো. ইয়াসিন আরাফাত জানান, হেফজ বিভাগের শিক্ষার্থী লিসান মাদ্রাসার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকতেন। সকালে নাশতা করার জন্য ২০ টাকা নিয়ে রুম থেকে বের হন তিনি। তৃতীয় তলার বারান্দা দিয়ে যাওয়ার সময় হাত থেকে ২০ টাকা পড়ে পাশের একটি টিনশেডের চালের ওপর আটকে যায়। তখন তিনি পাশের টিনশেডের ওপর নামেন। টিনের ওপর নামার পরপরই অচেতন হয়ে পড়েন। তখন মাহবুব ও ইয়ামিন নামে দুই সহপাঠী দেখতে পেয়ে তাকে উদ্ধারের জন্য তাঁরাও টিনের চালের ওপর নামেন। নামার সঙ্গে সঙ্গে তাঁরাও বিদ্যুতায়িত হন। তবে তাঁরা তেমন আক্রান্ত হননি। তাঁরা দুজনই লিসানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

মো. ইয়াসিন আরও বলেন, লিসানকে উদ্ধারের পর রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের কোনো তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে ছিল বলে ধারণা তাঁদের। সেখান থেকেই লিসান বিদ্যুতায়িত হয়েছে। লিসানের পরিবার ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকে। তাদের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। তার বাবার নাম মজিবর হাওলাদার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস