হোম > সারা দেশ > ঢাকা

বকা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবনার সাঁথিয়া উপজেলার কাঁচাবাজার এলাকায় বাবা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণ। তবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। 

তিনি বলেন, এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাঁর ১৮ বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে দড়ি টাঙ্গিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তাঁরা অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছেন না এবং দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁস দেওয়ার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি। 

 ৯৯৯ কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সংবাদ পেয়ে সাঁথিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আত্মহত্যা চেষ্টাকারী তরুণকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে তিনি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন। 

পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ৯৯৯ থেকে যোগাযোগ করা হলে কলার জানান, তিনি নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর ছেলেটি প্রচুর টাকা-পয়সা অপচয় করেন এবং লেখাপড়া ছেড়ে দিয়েছেন। এসব বিষয়ে বকাঝকা এবং টাকা বন্ধ করে দেওয়ায় রাগ করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ