হোম > সারা দেশ > ঢাকা

বকা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবনার সাঁথিয়া উপজেলার কাঁচাবাজার এলাকায় বাবা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণ। তবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। 

তিনি বলেন, এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাঁর ১৮ বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে দড়ি টাঙ্গিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তাঁরা অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছেন না এবং দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁস দেওয়ার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি। 

 ৯৯৯ কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সংবাদ পেয়ে সাঁথিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আত্মহত্যা চেষ্টাকারী তরুণকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে তিনি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন। 

পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ৯৯৯ থেকে যোগাযোগ করা হলে কলার জানান, তিনি নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর ছেলেটি প্রচুর টাকা-পয়সা অপচয় করেন এবং লেখাপড়া ছেড়ে দিয়েছেন। এসব বিষয়ে বকাঝকা এবং টাকা বন্ধ করে দেওয়ায় রাগ করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি