হোম > সারা দেশ > ঢাকা

রংপুরের অবৈধ ইটভাটা বন্ধ না করায় বিভাগীয় কমিশনারকে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করা হয়েছে।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। তাতে আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের বিভাগীয় কমিশনারকে আদালতের আদেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

মনজিল মোরসেদ বলেন, রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন আজ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, রংপুর বিভাগে ৮১২টি অবৈধ ইটভাটার মধ্যে ১৮টি বন্ধ করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধার জেলার জেলা প্রশাসক ১৫৫টি অবৈধ ইটভাটার মধ্যে একটিও বন্ধ করেননি, কুড়িগ্রামের জেলা প্রশাসক ৮৬টি অবৈধ ইটভাটার মধ্যে ৭টি বন্ধ করেছেন, দিনাজপুরের জেলা প্রশাসক ১৭৫টি অবৈধ ইটভাটার মধ্যে ১০টি বন্ধ করেছেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ২৪টি অবৈধ ইটভাটার মধ্যে ১টি বন্ধ করেছেন।

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত