হোম > সারা দেশ > ঢাকা

রংপুরের অবৈধ ইটভাটা বন্ধ না করায় বিভাগীয় কমিশনারকে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করা হয়েছে।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। তাতে আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের বিভাগীয় কমিশনারকে আদালতের আদেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

মনজিল মোরসেদ বলেন, রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন আজ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, রংপুর বিভাগে ৮১২টি অবৈধ ইটভাটার মধ্যে ১৮টি বন্ধ করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধার জেলার জেলা প্রশাসক ১৫৫টি অবৈধ ইটভাটার মধ্যে একটিও বন্ধ করেননি, কুড়িগ্রামের জেলা প্রশাসক ৮৬টি অবৈধ ইটভাটার মধ্যে ৭টি বন্ধ করেছেন, দিনাজপুরের জেলা প্রশাসক ১৭৫টি অবৈধ ইটভাটার মধ্যে ১০টি বন্ধ করেছেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ২৪টি অবৈধ ইটভাটার মধ্যে ১টি বন্ধ করেছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১