হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে লাগেজে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত যাত্রী ওমর ফারুকের লাগেজ ও প্যান্টের পকেট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিমানবন্দরের গ্রিন চ্যানেলের আর্চওয়ে থেকে বৃহস্পতিবার (১৯ মে) রাতে ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

আটক হওয়া ওই যাত্রী এয়ার এরাবিয়ার জি৯৫১৮ ফ্লাইটে বিমানবন্দরে বৃহস্পতিবার বিকেল ৫টায় অবতরণ করেন। তাঁর পাসপোর্ট নম্বর-বিআর ০৬৩৪৯৬৪। ওমর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে শারজাহ ফেরত ওমর ফারুক নামের যাত্রীকে ৯৩ লাখ টাকা মূল্যের ১ দশমিক ২৫৮ কেজি স্বর্ণসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই মামলায় ফারুককে গ্রেপ্তার দেখিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

ডিসি সানোয়ারুল কবির বলেন, ‘ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রীর লাগেজ স্ক্যান করা হয় এবং যাত্রীকে আর্চওয়ে করানো হয়। এ সময় যাত্রীর লাগেজে ও প্যান্টের পকেটের ভেতরে স্বর্ণের ইমেজ পাওয়া যায়। পরবর্তীতে তাঁকে কাস্টম ব্যাগেজ কাউন্টারে নিয়ে লাগেজ খুলে ৮টি স্বর্ণবার, প্যান্ট থেকে ২টি স্বর্ণরার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট