হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমার ময়দান হস্তান্তর, উত্তেজনা

টঙ্গী (গাজীপুর) গাজীপুর

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে ২২ জানুয়ারি। এর আগে ১৩ থেকে ১৫ জানুয়ারি জুবায়েরপন্থীরা অংশ নেন বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্বে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ইজতেমা শেষে আজ বুধবার বিকেল পাঁচটার মধ্যে জেলা প্রশাসকের কাছে টঙ্গীর ইজতেমা মাঠ হস্তান্তরের কথা সাদপন্থীদের।

মাওলানা জুবায়েরপন্থীরা ময়দানে প্রবেশ করে সাদপন্থীদের ওপর আক্রমণ ও ময়দান দখলের চেষ্টার আশঙ্কায় আজ বুধবার সকাল থেকেই ময়দানের প্রতিটি প্রবেশমুখে পাহারা বসানো হয়। তখন হাতে লাঠি নিয়ে ময়দানে অবস্থান নিতে দেখা যায় সাদপন্থীদের। 

এর আগে ১৭ জানুয়ারি দুপুরে জুবায়েরপন্থীদের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। পরে দ্বিতীয় পর্বের ইজতেমা পালনে সাদপন্থীদের কাছে ময়দান হস্তান্তর করেন।

২০১৮ সালে তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধের কারণে এবারও ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে।

সাদ অনুসারীদের ইজতেমায় গণমাধ্যম সমন্বয়কারী দায়িত্বে থাকা মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয় পর্ব শেষে জেলা প্রশাসককে মাঠ বুঝিয়ে দেওয়ার আগপর্যন্ত মাঠ আমাদের দায়িত্বে ছিল। ময়দানের বিদেশি মুসল্লি এখনো রয়েছেন। আজ বুধবার সকালে জুবায়ের অনুসারীদের কয়েক শ লোক মাঠে ঢুকে মাঠ নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিশৃঙ্খলায় এড়াতে ময়দানের প্রবেশপথে পাহারা বসানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপ তাদের সরিয়ে দেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, তিন বছর ধরে প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন জুবায়েরপন্থীরা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর আমরা (সাদপন্থীরা) প্রথম পর্বে ইজতেমা পালন করব। তাই ময়দানের মালপত্র আমাদের দায়িত্বে (জিম্মায়) থাকবে। নিয়মানুযায়ী ময়দানের মালামাল আমাদের হেফাজতে থাকবে। আমরা ময়দানে থাকা বাঁশ, কাঠ, শামিয়ানা, রড, মাইক, চট খুলে গোডাউনে নিজেদের হেফাজতে রাখব। 

জুবায়েরপন্থী গণমাধ্যম সমন্বয়কারীর দায়িত্বে থাকা মুফতি জহির ইবনে মুসলিম বলেন, প্রশাসনের বেঁধে দেওয়া নির্দেশনা অনুযায়ী আজ বুধবার ময়দান হস্তান্তর করার কথা। সকাল থেকেই সাদপন্থীরা ময়দানের প্রতিটি গেটে লাঠি নিয়ে অবস্থান করতে দেখা যায়। কাউকেই ময়দানে প্রবেশ করতে দেননি তাঁরা। আমাদের কোনো লোকজন ময়দানে যাননি। 

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে সাদপন্থীদের শীর্ষ মুরব্বি ময়দানের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছে ময়দান বুঝিয়ে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম, গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান প্রমুখ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাহবুব উজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকাল থেকেই ময়দানে অতিরিক্ত পুলিশ ছিল। শান্তিপূর্ণভাবে ময়দান হস্তান্তর করেছেন সাদপন্থীরা।’ 

আজ বুধবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় সাদপন্থীদের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেওয়া হয়েছে। মাঠ এখন প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকবে। সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে