হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কদমতলী এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস-সংকট চলছে। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলে না, ফলে বাধ্য হয়ে শুকনো খাবার কিংবা হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার গ্যাস পাইপলাইন ২৫-৩০ বছরের পুরোনো। লিকেজের কারণে স্যুয়ারেজের পানি পাইপলাইনে ঢুকে গ্যাস সরবরাহ ব্যাহত করছে। বিগত সরকারের আমলে বহুবার অভিযোগ জানানো হলেও সমাধান মেলেনি। রমজান মাসেও যদি গ্যাস-সংকট চলতে থাকে, তাহলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিল দিতে হচ্ছে। অন্যদিকে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতিসাধন করছে।

এ মানববন্ধনে নেতৃত্ব দেন ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন ও হাজী লুৎফর রহমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯, ৬০ ও ৫৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, শ্যামপুর, স্মৃতিধারা, পলাশপুর, বাকচর, ঢাকাম্যাচ, জনতাবাগসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ