রাজধানীর যাত্রাবাড়ি বিবিরবাগিচা এলাকায় লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আমিনুল ইসলাম সাফিন (২০) নামের এক যুবক মারা গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিবিরবাগিচা চার নম্বর গেটের ১০ ভবনের নিচ তলায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ১২টার দিকে মৃত ঘোষণা করে।
সাফিনের মামা মো. মহসিন জানায়, সাফিন আমার সঙ্গে এএম এলিভেটর কোম্পানিতে কাজ করত। আজ কোম্পানি থেকে বিবিরবাগিচা চার গেটে একটি দশতলা অ্যাপার্টমেন্টে লিফটের কাজ করতে যায়। নিচতলায় লিফটের কাজ করার সময় বিদ্যুতায়িত গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
তিনি আরও জানান, মৃত সাফিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো. রফিক মিয়ার ছেলে। বর্তমানে সায়েদাবাদ ব্রাক্ষনচিরন সড়কে থাকত।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানায় অবহিত করা হয়েছে।