হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গি ছিনতাই মামলার ৫ আসামি আরেক মামলায় ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলার এজাহারভুক্ত ৫ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানার ২০১৪ সালের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিরা হলেন—খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ও সবুর ওরফে সাদ।

আজ জঙ্গি ছিনতাই মামলায় ১০ জনকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। অন্য পাঁচজন হলেন—শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী ও রশিদ উন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

অন্যদিকে, পাঁচ আসামিকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক মুহাম্মদ মুসাদ্দিমুল হক। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক মুসাদ্দিমূল হক উল্লেখ করেন, গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা কী উদ্দেশ্যে একত্রিত হয়েছিল তা জানতে ও পলাতক আসামিদের শনাক্তকরণ এবং অর্থায়নের উৎস জানতে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ করতে ১৫ দিনের রিমান্ডে নেওয়া একান্ত আবশ্যক। 

এই আসামিদের মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয় গত ২০ নভেম্বর। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। পরে আসামি ছিনতাই এর ঘটনা ঘটার পর এই দশজনকে আদালতের হাজতখানায় রেখে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

গত ২০ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এই মামলায় অপর দুই আসামি মেহেদী হাসান অমি ও ইদি আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন