মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গোয়ালবাগ মোতাহার মেম্বারের ব্রিজসংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় উপজেলার বিজয়নগর এলাকার নিত্য গোস্বামীর ভাগনে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝিটকা এলাকার হাবিবুল্লাহ শওকত বলেন, গত ১০ বছরে এ একই জায়গায় কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এই জায়গায় একটা স্পিড ব্রেকার দেওয়া জরুরি হয়ে গেছে।
গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, আজ সন্ধ্যায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে বিস্তারিত এখনো কিছু জানি না।
হরিরামপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে সেকেন্ড অফিসার জালাল আহমেদ রয়েছেন।