হোম > সারা দেশ > ঢাকা

প্রকৃতি সেজেছে স্বমহিমায়

সাইফুল মাসুম, ঢাকা

বায়ুদূষণে শীর্ষে, শব্দদূষণও ভয়াবহ পর্যায়ে। সব মিলিয়ে বহু আগেই বসবাসের অযোগ্য নগরীর তকমা পেয়েছে রাজধানী ঢাকা। কিন্তু করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে দূষণের মাত্রা অনেকাংশে কমে এসেছে যান্ত্রিক এই নগরীতে। প্রাণ ফিরেছে প্রকৃতিতে। মৌসুমি বৃষ্টি ও রাস্তাঘাটে যানবাহনের পাশাপাশি মানুষের চলাচল সীমিত থাকায় দূষিত নগর ফিরে পেয়েছে তার চিরাচরিত নির্মল রূপ।

রাজধানীর রমনা পার্ক, ধানমন্ডি লেক, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, বাহাদুরশাহ পার্ক, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, ওসমানী উদ্যানে গত দুই দিন ঘুরে চোখে পড়েছে সবুজের সমারোহ। গাছগাছালি, লতাগুল্ম যেন দ্যুতি ছড়াচ্ছে নতুন প্রাণের।

সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যান পুরান ঢাকার বাসিন্দা ফারুখ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, দূষণের মাত্রা বেশি হওয়ায় ইট–পাথারের এই শহরে ঋতু বদল টেরই পাওয়া যায় না। লকডাউনের কারণে প্রকৃতি অনেক সতেজ হয়ে উঠেছে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঈদের পর অনেক মানুষ ঢাকায় ফেরেনি, শহর এখনো অনেকটা ফাঁকা। বিধিনিষেধের কারণে গণপরিবহন চলাচলও সীমিত রয়েছে। এসব কারণে বায়ুর মান বেড়েছে এবং কমেছে শব্দদূষণ। সতেজ হয়ে উঠছে জীববৈচিত্র্য।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে গতকাল শুক্রবার দুপুরে ঢাকার বায়ুর মান সূচক ছিল ২১। গত ২২ থেকে ৩০ জুলাই পর্যন্ত গড়ে বায়ুর মান ছিল ২৫ পয়েন্ট। অন্য সময়ে প্রায় প্রতিদিনই ৩০০ থেকে ৩৫০–এর মধ্যে থাকত। বায়ুদূষণের এই মাত্রা ৩০০–এর ওপরে থাকলে মানবদেহের জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের তথ্যমতে, জুলাই মাসের প্রথমে বায়ুর মান ছিল ১০০–এর ওপরে। মাসের শেষে বায়ুর মান আগের চেয়ে তিন গুণ ভালো হয়েছে। প্রকৃতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। গাছের পাতায় কোনো ধুলোবালু নেই। জানুয়ারি–ফেব্রুয়ারিতে ঢাকার বাতাসে প্রতিদিন ৫০০ মেট্রিক টন ধুলোবালু পড়ত। সেখানে এখন গাছের পাতায় ৫০ মেট্রিক টনও ধুলোবালু নেই।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়টির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘তিন কারণে ঢাকার পরিবেশ ভালো রয়েছে। তা হচ্ছে চলমান লকডাউন, ঈদের কারণে শহরে মানুষ কম ও প্রচুর বৃষ্টি। বর্তমানে ঢাকার বায়ু অত্যন্ত নির্মল। প্রকৃতির পরশে ঢাকাবাসী নির্মল বায়ুর এক জাদুকরী সপ্তাহ পার করেছে।’

তবে কয়েক দিনের বায়ুর মান নিয়ে স্বস্তির কারণ নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি কম চললে, কলকারখানা বন্ধ থাকলে বায়ুর মান বাড়বে, শব্দদূষণ কমবে এটাই স্বাভাবিক। তবে আমাদের মনে রাখতে হবে, এটা ঢাকার স্বাভাবিক চিত্র না। বিধিনিষেধ শেষে পরিবেশের অবস্থা আগের মতো হয়ে যাবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯