হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করলেন যাত্রীরা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে চালকের গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল চালক মিজানুর রহমান (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত মিজানুর রহমান হরিরামপুর উপজেলার সাকুচিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি সাভারের নবীনগর পল্লিবিদ্যুৎ এলাকায় থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

মিজানুরের বোন শাহনাজ আক্তার জানান, গতকাল রাতে সাভারের নবীনগর এলাকা থেকে দুই যাত্রী পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার উদ্দেশে মিজানুরের মোটরসাইকেলে ওঠেন। পথে শিবালয় উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে মিজানুরের গলায় ছুরি চালান তাঁরা। এ সময় মিজানুর সড়কে পড়ে গেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। 

শিবালয় থানা-পুলিশ জানায়, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, আহত মিজানুর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর তাঁর কাছে বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে শিবালয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু