হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করলেন যাত্রীরা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে চালকের গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল চালক মিজানুর রহমান (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত মিজানুর রহমান হরিরামপুর উপজেলার সাকুচিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি সাভারের নবীনগর পল্লিবিদ্যুৎ এলাকায় থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

মিজানুরের বোন শাহনাজ আক্তার জানান, গতকাল রাতে সাভারের নবীনগর এলাকা থেকে দুই যাত্রী পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার উদ্দেশে মিজানুরের মোটরসাইকেলে ওঠেন। পথে শিবালয় উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে মিজানুরের গলায় ছুরি চালান তাঁরা। এ সময় মিজানুর সড়কে পড়ে গেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। 

শিবালয় থানা-পুলিশ জানায়, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, আহত মিজানুর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর তাঁর কাছে বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে শিবালয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার