হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়ের বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্র ও শনিবার দিবাগত রাতে হাসপাতালের ১৩ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা আজ রোববার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত যুবক মো. রাজিব মিয়াকে (২২) আটক করেছে। 

অভিযুক্ত মো. রাজিব মিয়া (২২) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কমলাপুর গ্রামের মো. ফজলুল হকের ছেলে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। 

থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য ইছাপুরা গ্রামের ওই কিশোরী গত ২২ সেপ্টেম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। গত শুক্র ও শনিবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী আজ রোববার সকালে মার কাছে ঘটনাটি জানায়। কিশোরীর মা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরাকে বিষয়টি খুলে বলেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘বিষয়টি কিশোরীর মা আমাকে জানালে আমি সিরাজদিখান থানার ওসি সাহেবকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’ 

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, আসামি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা