হোম > সারা দেশ > মানিকগঞ্জ

তাবলিগে এসে হারিয়ে যাওয়া বৃদ্ধ পুলিশের সহায়তায় খুঁজে পেল ঠিকানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিলেটের হবিগঞ্জ থেকে তাবলিগ জামাতের উদ্দেশে বের হয় ৭০ বছর বয়সী আবরু মিয়া নামের এক বৃদ্ধ। গত তিন দিন আগে মানিকগঞ্জের দৌলতপুর থেকে তাবলিগ জামাতের দল থেকে তিনি হারিয়ে যান। এমতাবস্থায় তাঁর সঙ্গীরা তাকে খুঁজতে থাকে। হারিয়ে যাওয়া সেই বৃদ্ধ মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন, সিলেটী ভাষায় কথা বলায় তার পরিচয় কেউ শনাক্ত করতে পারছিল না। পরে স্থানীয়রা ঘিওর থানা-পুলিশকে খবর দেয়। 

ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদের তাৎক্ষণিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এস আই মো. আল মামুন লোকটির কাছে যায় এবং ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা হয়। ওই বৃদ্ধ জানান, তিনি হবিগঞ্জের বাহুবল থানার চাইরগাঁও গ্রামের বাসিন্দা। তবে কোথায় এসেছিলেন তা তাঁর মনে নেই। 

এস আই মামুন বলেন, উক্ত ব্যক্তির ঠিকানায় আমি যোগাযোগ করার চেষ্টা করি। আমি মৌলভীবাজার জেলায় কর্মরত থাকাকালে বাহুবল থানার জনৈক ফজলু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় ছিল। সেই সূত্র ধরে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনার বিস্তারিত বলি। পরবর্তীতে ফজলু ভাইয়ের সহায়তায় হারিয়ে যাওয়া লোকটির ছেলে তোফায়েলের সঙ্গে যোগাযোগ হয়। 

এ সময় তোফায়েল হোসেন জানায়, তাঁর বাবা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকার কোনো এক মসজিদে তাবলিগ জামাতে ছিলেন। সেখান থেকে ৩ দিন যাবৎ পাওয়া যাচ্ছে না তাঁকে। 

 তিনি আরও বলেন, আমি তাবলিগ জামাতের আমির মো. আবদুল আহাদ মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ঘিওর থানায় অন্যান্য সাথি ভাইদের নিয়ে হাজির হন। 

ঘিওর থানার অফিসার রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ৭০ বছর বয়সী বৃদ্ধ লোকটির পরিচয় শনাক্ত করার পর তার সফরসঙ্গী তাবলিগ জামাতের আমির মো. আবদুল আহাদ দৌলতপুর হতে ঘিওর থানায় হাজির হয়। হারিয়ে যাওয়ার বৃদ্ধ লোকটির পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট