হোম > সারা দেশ > ঢাকা

ইলেকট্রিক ফ্যানে দেড় কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রিচার্জেবল ইলেকট্রিক ফ্যানের ভেতর থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শফিকুল ইসলাম নামের এক প্রবাসী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা। 

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার (১১ মে) রাতে ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে ও শুল্ক আইনে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘বাহরাইন ফেরত যাত্রী শফিকুল ইসলাম গল্ফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৭টায় অবতরণ করে।’ 

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর লাগেজ স্ক্যান করা হয়। তখন লাগেজে থাকা রিচার্জেবল ইলেকট্রিক ফ্যানের ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে কাস্টম ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে ফ্যান খুলে সু-কৌশলে লুকায়িত অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় বাহরাইন প্রবাসী যাত্রীকে আটক করা হয়।’ 

ডিসি সানোয়ারুল কবীর বলেন, ‘ওই যাত্রী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। যার ফলে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ও ফৌজদারি মামলা করা হয়েছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট