হোম > সারা দেশ > ঢাকা

ইলেকট্রিক ফ্যানে দেড় কোটি টাকার স্বর্ণসহ প্রবাসী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রিচার্জেবল ইলেকট্রিক ফ্যানের ভেতর থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শফিকুল ইসলাম নামের এক প্রবাসী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা। 

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার (১১ মে) রাতে ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে ও শুল্ক আইনে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘বাহরাইন ফেরত যাত্রী শফিকুল ইসলাম গল্ফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৭টায় অবতরণ করে।’ 

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর লাগেজ স্ক্যান করা হয়। তখন লাগেজে থাকা রিচার্জেবল ইলেকট্রিক ফ্যানের ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে কাস্টম ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে ফ্যান খুলে সু-কৌশলে লুকায়িত অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় বাহরাইন প্রবাসী যাত্রীকে আটক করা হয়।’ 

ডিসি সানোয়ারুল কবীর বলেন, ‘ওই যাত্রী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। যার ফলে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ও ফৌজদারি মামলা করা হয়েছে।’ 

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান