হোম > সারা দেশ > ঢাকা

লঞ্চের ইলেকট্রিসিটির তারগুলো ঝুঁকিপূর্ণ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তদন্ত প্রতিবেদনের আলোকে সুপারিশ অনুযায়ী প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হয় বলেই দিন দিন নৌ সেক্টরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ শুক্রবার রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে আহতদের দেখতে এসে এ কথা বলেন তিনি। 

তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ব্যবস্থা নেওয়া হয় বলেই দিন দিন নৌ সেক্টরে উন্নতি হচ্ছে। সকল তদন্ত সুপারিশ আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেছি। করছি না যে তা না, সদরঘাটের অবস্থা এখন আর আগের মতো নাই।’

লঞ্চের ইঞ্জিন রুমের পাশেই রান্নাঘর বসানোর বিষয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা বলছি লঞ্চের নকশাগুলো স্বাস্থ্যসম্মত নয়। এই অবস্থা নিয়ে যাত্রীসেবা দেওয়া খুব কঠিন। এই জায়গায় আমাদের ভাবতে হবে। ইলেকট্রিসিটির যে তার লঞ্চে ব্যবহার করা হয়, সেখানে ঝুঁকি আছে। এখানে দুর্বল, সাশ্রয়ী কেবল ব্যবহৃত হয়। যাঁরা সার্ভে করেন, তাঁদের এ জায়গাগুলো সঠিকভাবে দেখতে হবে।’ 

আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমাদের একটা যাত্রী কল্যাণ ফান্ড আছে। তাঁরা যেহেতু আমাদের যাত্রী ছিল, তাঁরা আমাদের অংশীজন। শুধু এ ঘটনাই না, নৌ সেক্টরে সকল ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে সরকার আছে। এই সরকার মানবিক সরকার।’

তিনি বলেন, ঘটনাস্থলের প্রশাসন ও সংশ্লিষ্টরা সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। কেউ কেউ আমাদের নলেজের বাইরে নিজস্ব উদ্যোগে চলে এসেছেন, সে কারণে হয়তো সাপোর্ট পাননি। তবে সবার সব ধরনের চিকিৎসায় আমরা সহায়তা করব। পুড়ে যাওয়ার চিকিৎসা অনেক ব্যয়বহুল, অনেকের পক্ষেই এটা করা হয়তো সম্ভব না। অনেকের পক্ষে খুবই কষ্টসাধ্য হবে। এসব ক্ষেত্রে সরকার তাঁদের পাশে থাকবে। 

এমন ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা আগে ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি করেছি। অনেক ধরনের মতামত আমরা পেয়েছি। বড় জাহাজ, একেকজন ঘটনাটি একেকভাবে দেখেছে। অধিকাংশই ঘুমন্ত অবস্থায় ছিল, সে জন্য আতঙ্কটা বেশি ছড়িয়ে গেছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব