হোম > সারা দেশ > ঢাকা

জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কত দূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। 

দ্রব্যমূল্য বেড়েছে এটা মিথ্যা কথা নয় এবং এই সত্য সরকারকে স্বীকার করতে হবে উল্লেখ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার বলেছে এক কোটি লোককে টিসিবির পণ্য দেবে। টিসিবির গাড়ির পেছনে মানুষের লাইন দেখে ভিক্ষাবৃত্তির কথা মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।’ 

দ্রব্যমূল্য রোধ ও খাদ্য সংকট দূর করতে ন্যূনতম ২ কোটি পরিবারকে রেশনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তা না দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা আন্দোলন করছে সেসব বিরোধী দলগুলোর আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় গুন্ডারা হামলা করছে।’ 

 ৭ ই মার্চের ভাষণ প্রসঙ্গে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, ‘৭ মার্চের ভাষণ এক ব্যক্তির ভাষণ না। এতে অনেকের অবদান আছে। এই ভাষণে বিশেষ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই লাইনের মূল লেখক সিরাজুল আলম খান। স্বাধীনতার যুদ্ধটা এক ব্যক্তি করেন নাই। এ জন্য দেশের পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ দরকার।’ 

আলোচনা সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস