হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বধ্যভূমিসংলগ্ন বেড়িবাঁধে গত ২০ সেপ্টেম্বর নাসির বিশ্বাস (২৯) ও মুন্না (২২) নামে দুজনকে কুপিয়ে খুনের ঘটনায় মিরাজ মোল্লা (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, গত শুক্রবার মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমিসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না নামের দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে এদের মধ্যে নাসির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুন্না শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নাছিরের ভাই সুমন বিশ্বাসের অভিযোগের পিরপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় গতকাল একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় রোববারই মিরাজ মোল্লাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মিরাজ মোল্লা উক্ত মামলার এজাহারনামীয় আসামি। 

তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার মিরাজ মোল্লা এলাকার এলেক্স ইমন গ্রুপের সদস্য। এই গ্রুপ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার মিরাজ মোল্লার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি দস্যুতার মামলাও রয়েছে।

নাছির হত্যার কারণ উদ্‌ঘাটন ও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন