হোম > সারা দেশ > ঢাকা

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রতিদিন বিক্ষোভের ঘোষণা

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক শরিফুল হাসান শুভ এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শুভ বলেন, ‘দীর্ঘদিন আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে ৩৫ ও তাঁর বেশি বয়সে চাকরি পেলেও আমাদের দেশে সেটি সম্ভব হচ্ছে না। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়। সেগুলো হলো—আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশ; বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলাগুলোতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার নির্দেশনা ও জেলা উপজেলায় শিক্ষার্থী সংযোগ করতে হবে। শিক্ষার্থী সংযোগ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এদিকে সর্বশেষ আজ সন্ধ্যা ৭টায় মুখে কালো কাপড় বেঁধে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার