হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার দুই সিটিতে ১৪ পশুর হাটের ইজারা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট বসানোর কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছর দুটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নয়টি অস্থায়ী হাটের ইজারা চূড়ান্ত করেছে।

এবারের ঈদে মোট ২১টি হাট বসানোর ইজারা আহ্বান করে দুই সিটি। ডিএনসিসি গাবতলী (স্থায়ী) পশুর হাটসহ ১০টি এবং ডিএসসিসি সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১২টি পশুর হাট বসাতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনাসহ নানা কারণে অস্থায়ী হাটের সংখ্যা পরে কিছুটা কমে এসেছে। এর মধ্যে আফতাবনগরে হাট বসানো নিয়ে দুই সিটি করপোরেশন টেন্ডার আহ্বান করলেও হাইকোর্টের নির্দেশনায় এখন কোনো পক্ষই হাট বসাতে পারবে না।

ইজারা চূড়ান্ত হওয়া ডিএনসিসির পাঁচটি হাট হচ্ছে—ভাটারা সুতিভোলা খালের কাছের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গার কাছের খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরের কাছে বউবাজার এলাকার খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ও ওয়ার্ড নম্বর-৬-এর (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছের খালি জায়গা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তার কাছের খালি জায়গা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট তৎসংলগ্ন পশ্চিমপাড়ার খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা পশুর হাটের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না।’

অন্যদিকে ডিএসসিসিতে ইজারা চূড়ান্ত হওয়া নয়টি হাট হচ্ছে—উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবের কাছের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের কাছের উন্মুক্ত এলাকা (হাজারীবাগ), পোস্তগোলা শ্মশানঘাটের কাছের খালি জায়গা, মেরাদিয়া বাজারের কাছের খালি জায়গা (খিলগাঁও), দনিয়া কলেজের কাছের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের কাছের উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের কাছের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডের কাছের খালি জায়গা।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘লিটল ফ্রেন্ডস ক্লাবের কাছের খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় পশুর হাটের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আফতাব নগরে আমরা পশুর হাট করব না।’

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন