শিবচর (মাদারীপুর) : মাদারীপুর জেলার শিবচরে একটি বাল্যবিবাহ বন্ধ এবং মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা গ্রামে এই ঘটনা ঘটে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বাঁচামারা (সিকদারকান্দি) গ্রামের তোতা শেখের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর এলাকার হাসমত আলী ব্যাপারীর ছেলের বিয়ে দেওয়ার সব আয়োজন করে মেয়েটির পরিবার। পরে শিবচর উপজেলার সহকারী কমিশনার এম রাকিবুল হাসান, উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা হামিদা খানম ও শিবচর থানা-পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করেন। একই সঙ্গে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মেয়ের বাবা মুচলেকা দেন।