হোম > সারা দেশ > ঢাকা

কিশোর মেহেদী হত্যা মামলার দুই আসামি তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় মেহেদী হাসান নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

দুই আসামি হলেন মো. রবিউল ইসলাম ও মো. রাজিব। আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করে শেরেবাংলার নগর থানার পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক সচিব দে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন। আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে রাস্তা পার হওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মানিক মিয়া অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষে মেহেদী হাসান নিহত হয়। সে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিল। ভাটারার নুরের চালা এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে। মেহেদী এ বছর ভাটারার সোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। তার বাবা আবু হানিফ বাসাবাড়িতে ডেকোরেশনের কাজ করেন এবং মা লিপি শিকদার উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় নিহত মেহেদির মামা চয়ন মিয়া বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নামোল্লেখ ও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত চার আসামি হলেন মুফতি গুল্লি রুবেল (২৫), কমল (২৫), সাগর (২৮) ও হাতেম (২৪)।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব