হোম > সারা দেশ > ঢাকা

মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝে চাপা পড়ে টিকিট মাস্টার নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সৌখিন ও বিনিময় পরিবহন নামের দুই বাসের মাঝে চাপা পড়ে হাদিউল ইসলাম সেলিম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাখালী বাস টার্মিনাল বহির্বিভাগে এ দুর্ঘটনা ঘটে। তিনি সৌখিন পরিবহন বাসের টিকিট মাস্টার ছিলেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে ওই ব্যক্তি বাস টার্মিনালে কর্তব্যরত ছিলেন। টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের একটি বাস বের হচ্ছিল, আর তার পাশে বিনিময় পরিবহনের আরেকটি বাস দাঁড় করানো ছিল। তখন ওই টিকেট মাস্টার দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। 

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর সৌখিন পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালককে পাওয়া যায়নি। 

সহকর্মী মো. নুরুল ইসলাম জানান, হাদিউল ইসলাম সেলিমের বাড়ি মাগুরা সদর উপজেলার ইসখাদা গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুর শ্রীপুরে থাকতেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির