হোম > সারা দেশ > ঢাকা

শাহ আলী থেকে ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহ আলী থানার পুলিশ মো. এনামুল হক মনির (৩০) নামে ভুয়া এক গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি নিজেকে ডিবির এএসআই পরিচয় দিয়ে রেশনের তেল কম দামে বিক্রির কথা বলে এক ব্যক্তির ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্ত ব্যক্তির গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। 

আজ শুক্রবার বিকেলে শাহ আলী থানার পুলিশ এনামুল হক মনিরকে গ্রেপ্তার করেন। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৪ এপ্রিল শাহ আলী মাজারে বসে এক ব্যবসায়ীর সঙ্গে মনিরের পরিচয় হয়। মনির নিজেকে ডিবির এএসআই পরিচয় দেন। এমনকি পুলিশের ভুয়া ভিজিটিং কার্ড ও পুলিশের আইডি কার্ড দেখান।’

‘তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে মনির ওই ব্যবসায়ীকে জানান, তার কাছে চার টনের মতো রেশনের ডাল, চিনি ও তেল আছে। এগুলো বিক্রি করে দিতে পারলে তাঁকে লভ্যাংশ দেওয়া হবে। মালামাল দোকানে ডেলিভারি দেওয়ার পর তাঁকে লভ্যাংশ দিয়ে বাকি টাকা তিনি নিয়ে যাবেন বলে জানান।’

 ‘গত ১৫ এপ্রিল বিকেলে মনির ওই ব্যবসায়ীকে ফোন দিয়ে জানান, তাঁর রেশনের ডাল ও চিনি বিক্রি হয়ে গেছে। শুধু ১ হাজার ৫০০ লিটার তেল আছে। ঈদের আগে এই তেল দিতে পারবে এবং তেল ডেলিভারি নেওয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে কেজিপ্রতি ১২০ টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তার কাছে দেড় লাখ টাকা আছে, আরও ৩০ হাজার টাকা দরকার। টাকা দিলে তিনি রেশনের মালগুলো ডেলিভারি দিতে পারবেন। মনিরের কথা শুনে ব্যবসায়ী ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে দুটি বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠান।’

পরে মনির রেশনের তেল দেই-দিচ্ছি বলে কালক্ষেপণ করলে ব্যবসায়ী একপর্যায়ে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে শুক্রবার (২৮ এপ্রিল) শাহ আলী থানায় ভুক্তভোগী মামলা করলে পুলিশ মনিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত