হোম > সারা দেশ > টাঙ্গাইল

বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বিলে ডুবে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বিলে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ দুর্ঘটনা ঘটে।

জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। সে মোটরসাইকেল মেরামতের কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। বেলা দেড়টার দিকে তারা একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে চাপড়া বিলের মাঝখানে থাকা হিজলগাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুলের সঙ্গে আসা বন্ধু ইমন বলে, জাহিদুলের পরিবার খুবই অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার