হোম > সারা দেশ > ঢাকা

পেশার স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ফোন মেরামতসেবাকে পেশা হিসেবে স্বীকৃতি চেয়েছেন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে ব্ল্যাকলিস্ট চেক সিস্টেম আইএমইআই রেজিস্ট্রেশন ডেটাবেইস সার্ভার ওয়েবসাইট চালু, এই পেশাসংক্রান্ত আইন প্রণয়নসহ বেশ কিছু দাবি তোলে সংগঠনটি। 

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের মহাসচিব হাজবুল আলম জুলিয়েট।

হাজবুল আলম জুলিয়েট বলেন, দেশের বহু যুবক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন। বর্তমানে কিছু আইনি জটিলতা ও কিছু বিপথগামী টেকনিশিয়ান কারিগরি শিল্পকে অপব্যবহার করে এ পেশাকে কলুষিত করছে। বিপথগামী টেকনিশিয়ানদের কারণে এ সেবামূলক পেশায় নিয়োজিত অন্য টেকনিশিয়ানরা হয়রানির শিকার হচ্ছেন। 

সংগঠনের মহাসচিব বলেন, `দেশে পুরুষের পাশাপাশি নারী মোবাইল ফোন টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন। মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধ বন্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা প্রদান করতে চাই।'

সংবাদ সম্মেলনে গত বছর প্রতিষ্ঠিত সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা, ৬৪ জেলা শহর থেকে পেশার পূর্ব অভিজ্ঞতা সার্টিফিকেট প্রদান, নতুন প্রশিক্ষিত টেকনিশিয়ানকে ব্যবসা চালু এবং স্বল্প ও সহজ শর্তে ক্ষুদ্র ঋণের আওতায় আনার দাবিও জানান সংগঠনের মহাসচিব। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান খান, সাংগঠনিক সচিব জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুক, মামুন জয়সহ আরও অনেকে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট