হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ছয়জন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আমির শেখ (৩৫), শান্ত তপাদার (২৩) ও নূর নবী (২৮)।

জানা গেছে, নিহত আমির শেখ রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে। শান্ত তপাদার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে। নূর নবী তেলিকান্দি গ্রামের শাহাজাদা মাতুব্বরের ছেলে। 

পুলিশ জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টোদিকের খাদে পড়ে যায়। এতে আহত হন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা-পুলিশ কাজ করছে। এদিকে ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড