হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ছয়জন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আমির শেখ (৩৫), শান্ত তপাদার (২৩) ও নূর নবী (২৮)।

জানা গেছে, নিহত আমির শেখ রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে। শান্ত তপাদার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে। নূর নবী তেলিকান্দি গ্রামের শাহাজাদা মাতুব্বরের ছেলে। 

পুলিশ জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টোদিকের খাদে পড়ে যায়। এতে আহত হন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা-পুলিশ কাজ করছে। এদিকে ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার