হোম > সারা দেশ > মাদারীপুর

গোয়ালঘরে আগুন, কোরবানির গরু বাঁচাতে গিয়ে পুড়লেন কৃষকও

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করছিলেন কৃষক মজিবর হাওলাদার। হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু ও একটি ছাগল। এদিকে প্রাণীগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি নিজেও। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন কৃষক মজিবর হাওলাদার (৬৫)। 

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয়রা বলছে, মজিবর হাওলাদারের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। মশা দূর করার জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। পরে রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই তাঁকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’

এ বিষয়ে অগ্নিদগ্ধ মজিবর হাওলাদারের ভাই লাভলু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল, সেগুলা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট