হোম > সারা দেশ > মাদারীপুর

গোয়ালঘরে আগুন, কোরবানির গরু বাঁচাতে গিয়ে পুড়লেন কৃষকও

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য গরু ও ছাগল পালন করছিলেন কৃষক মজিবর হাওলাদার। হঠাৎ গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু ও একটি ছাগল। এদিকে প্রাণীগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি নিজেও। বর্তমানে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন কৃষক মজিবর হাওলাদার (৬৫)। 

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয়রা বলছে, মজিবর হাওলাদারের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। মশা দূর করার জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। পরে রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই তাঁকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’

এ বিষয়ে অগ্নিদগ্ধ মজিবর হাওলাদারের ভাই লাভলু হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল, সেগুলা আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ