ঢাকা: রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। তবে এই ঘটনায় কোনও ক্ষয়-ক্ষতি হয়েছে কীনা তা এখনও জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভুটানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পের পর ভুটানে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন।