হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুর বন বিভাগ

কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে ভাঙচুর করা বন বিভাগের কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস।

মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজেন্দ্রপুর বাজার কমিটির সভাপতি মশিউর রহমান লিটন, রাজাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, রুবেল, হযরত আলী, হুমায়ান কবির, সোহেল রানা, ইমন, রাকিব, ছাইফুল ইসলাম, রাশেদ পলান, আজহারসহ অজ্ঞাতনামা ৪০ জন। পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে।

বাদী ফেরদৌস জানান, ‘রাজেন্দ্রপুর বাজারে বনের জমিতে একটি রাস্তার নির্মাণকাজ বন্ধ করায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষিপ্ত ছিলেন। এ আক্রোশে হামলা করেছেন। এ ঘটনায় থানায় মামলা করেছি। অভিযুক্তরা সবাই বিএনপির নেতা-কর্মী। হামলাকারীরা অফিসগুলোয় ব্যাপক ভাঙচুর করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বন কার্যালয়ে হামলার ঘটনার একটি মামলা রুজু হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার যুবদল নেতা নজরুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা ও পূর্ব বিট কর্মকর্তার কার্যালয় এবং স্টাফ ব্যারাকে হামলা চালান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু