হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুর বন বিভাগ

কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে ভাঙচুর করা বন বিভাগের কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি করেন রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস।

মামলার আসামিরা হলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজেন্দ্রপুর বাজার কমিটির সভাপতি মশিউর রহমান লিটন, রাজাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, রুবেল, হযরত আলী, হুমায়ান কবির, সোহেল রানা, ইমন, রাকিব, ছাইফুল ইসলাম, রাশেদ পলান, আজহারসহ অজ্ঞাতনামা ৪০ জন। পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে।

বাদী ফেরদৌস জানান, ‘রাজেন্দ্রপুর বাজারে বনের জমিতে একটি রাস্তার নির্মাণকাজ বন্ধ করায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষিপ্ত ছিলেন। এ আক্রোশে হামলা করেছেন। এ ঘটনায় থানায় মামলা করেছি। অভিযুক্তরা সবাই বিএনপির নেতা-কর্মী। হামলাকারীরা অফিসগুলোয় ব্যাপক ভাঙচুর করে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বন কার্যালয়ে হামলার ঘটনার একটি মামলা রুজু হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার যুবদল নেতা নজরুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা ও পূর্ব বিট কর্মকর্তার কার্যালয় এবং স্টাফ ব্যারাকে হামলা চালান।

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১