হোম > সারা দেশ > ঢাকা

যাদের খুঁজছি তাঁদের পাওয়া যায়নি, বনানীর অভিযান প্রসঙ্গে ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার রাত ৯টার দিকে কাকলির বিভিন্ন মেস, হোটেলে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘বনানী ও কাকলি এলাকায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল জঙ্গি আছে, তাই এই অভিযান চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চলে। যাদের খুঁজছি, তাঁদের কাউকে পাওয়া যায়নি।’ 

বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা রাজধানীর বনানীর কাকলি এলাকায় অভিযান পরিচালনা করেছি।’ 

অভিযানে কেউ আটক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আযম মিয়া বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।’ 

বনানীর হোটেল ইনসাফ আবাসিকের আশপাশের বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও আবাসিক হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন থেকেই এই এলাকার আবাসিক হোটেলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

‘ঢাকা মেস’ নামে এক আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়ে নৈশকালীন দায়িত্ব থাকা এক কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে অধিকাংশ অতিথি বিদেশগামী লোকজন। এছাড়া বিদেশ যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে আসা লোকজনও রয়েছে। আমাদের মেসের অধিকাংশ অতিথি গ্রামের লোকজন। ভাড়া অল্প হওয়ায় গ্রামের বিদেশগামী যাত্রীরা আসেন আমাদের এখানে।’ 

হোটেলে অবস্থান করা মালয়েশিয়াগামী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের কক্ষে আমরা ৪ জন ছিলাম। এর মধ্যে আমরা দুজন আগামীকাল মালয়েশিয়া যাব বলে আজ এখানে উঠেছি। আর বাকি দুজন আমাদের স্বজন। রাত ১০টায় পুলিশ আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের ব্যাগ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসা করে, ‘‘আমাদের বাড়ি কোথায়, ঢাকায় কেন এসেছি এবং মেসে কেন উঠেছি।’ ’ আমরা তখন মালয়েশিয়া যাওয়ার কথা পুলিশকে বলি। পরে আমাদের পাসপোর্ট ও ভিসা চেক করে। এসব দেখে পুলিশ সন্তুষ্ট হয়ে আমাদের রুম থেকে বের হয়ে যায়।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট