হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওকে/কবির মেটা: ট্যাগ: শিশু, ধর্ষণ, মামলা, আসামি, গ্রেপ্তার, রাজধানী, ঢাকা, ডিএমপি ক্যাটা: সারা দেশ/ ঢাকা ক্যাপ: কদমতলী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারী। ছবি: সংগৃহীত

চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

কদমতলী থানা সূত্রে জানা গেছে, শিশুটির মা কদমতলী থানাধীন একটি ভাড়াবাসায় থাকতেন। ২৫ এপ্রিল প্রতিদিনের মতো তিনি তাঁর পাঁচ বছরের মেয়েকে নিয়ে কদমতলী থানাধীন শ্যামপুর বালুর মাঠের ৯ নম্বর রোডে একটি ফ্যাক্টরিতে পুরোনো প্লাস্টিকের ভাঙারি বাছাই করতে যান। ওই দিন সকালে ইউসুফ আলী পাটোয়ারী শিশুটিকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এই অপরাধে শফিকুল ইসলাম শাহিন ও অজ্ঞাতনামা একজন ইউসুফকে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে।

শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে শফিকুল ও অজ্ঞাতনামা ব্যক্তি ইউসুফকে সেখান থেকে পালাতে সহায়তা করেন। ঘটনার পর ভিকটিমের মা স্থানীয় লোকজনের সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে আটক করে থানায় নিয়ে যান। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গতকাল সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মামলার অজ্ঞাতনামা অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু